নারীরা সাফজয়ী হওয়ায় কি খুশি নন বাফুফে সভাপতি!

জি. এম. মুরতুজা: কাজী সালাউদ্দিন এক সময়ের দেশের তারকা ফুটবলার ছিলেন। দীর্ঘদিন তিনি বাফুফে-এর সভাপতির পদটি আকঁড়ে আছেন। তার অযোগ্যতায় দেশে ফুটবলের কবর রচিত হতে চলেছে। নারী ফুটবলাররা সাফজয় করার পর থেকে তিনি একের পর এক আবোল তাবোল কথা বলে আবারো তারকা মানে ভাঁড়দের তারকা বনে গেছেন।

তিনি মিডিয়াতে বলেছেন- এই মেয়েরা নাকি আরো দুই বছর পরে চাম্পিয়ন হওয়ার কথা ছিল! এখন তারা চ্যাম্পিয়ন হবে এটা তার ধারণাতেই ছিল না! আরে ভাই এখন এমন ভাঁড়ামি কথা না বলে আপনি বলতে পারেন- দেশে নারী ফুটবলকে এগিয়ে নেয়ার জন্য জাতীয় পর্যায়ে “নারী ফুটবল লীগ” চালু করা হবে কিংবা “নারী ফুটবল প্রশিক্ষণ একাডেমি” প্রতিষ্ঠা করা হবে অথবা “আন্ত:জেলা নারী ফুটবল টুর্নামেন্ট” আয়োজন করা হবে।

আপনার মুখ থেকে এমন কথা বের হলে, সাফজয়ী নারী খেলোয়াড়রা ফুটবলে তাদের ক্যারিয়ার গড়ার অণুপ্রেরনা পাবে। দেশের জন্য আরো ভালো কিছু করতে তারা উৎসাহিত হবে। দেশের ফুটবলের শীর্ষ কর্ণধার হিসেবে নারী খেলোয়াড়রা এখন আপনার কাছে এমন বক্তব্য আশা করে, কোন উল্টা পাল্টা মনগড়া কথা কিংবা বক্তব্য নয়!