এবার মিনুর নির্বাচনী প্রচারণায় রাবি শিক্ষক- কর্মকর্তা, কর্মচারীরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে প্রচারণা চালাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালের জাতীয়তাবাদী শিক্ষক গ্রুপ সাদাদলের আহবায়ক মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা মিজানুর রহমান মিনুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চান। দুপুর দেড়টা থেকে প্রায় দুই ঘন্টা ক্যাম্পাসে অবস্থান করেন মিনু।

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের পাশে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহীদ শামসুজ্জোহার মাজার জিয়ারত করেন তিনি। এতে বিশ^বিদ্যালয় প্রায় দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী অংশ নেয়।

রাবি শাখা জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের আহ্বায়ক অধ্যাপক ড. এনামুল হকের সঞ্চালনায় বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, আগামী ৩০ তারিখের নির্বাচন কোন একক নির্বাচন নয়।

এটা বাংলাদেশকে রক্ষা করা, গণতন্ত্র পুনরুদ্ধার, আমাদের মাকে (দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে) অন্ধকার থেকে মুক্ত আলোতে নিয়ে আসার নির্বাচন। নির্বাচনে জয় ছিনিয়ে নিয়ে আসতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান নেতাকর্মীদের।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, রাবি জিয়া পরিষদের সভাপতি কে বি এম মাহবুবুর রহমান।

এছাড়াও কলা অনুষদের ডীন ড. মো. ফজলুল হক, আইবিএ’র প্রফেসর ড. মো. হাছানাত আলী, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড জি এম শফিউর রহমান প্রমুখ।

এছাড়া অন্যান্যের মধ্যে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক সি এম মোস্তফা, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাসুদুল হাসান খান মুক্তা, জেলা মহিলা শ্রমিক দলের সভাপতি টুকটুকি, রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএ-১০/১১-১২ (শিক্ষা ডেস্ক)