রাবিতে ‘মুক্তির সূচনা’ শিল্পকর্ম প্রদর্শনী শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘মুক্তিন সূচনা’ নামক তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। শিল্পকর্মটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মক্ত থাকবে।

ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত শিল্পিদের শিল্পকর্ম নিয়ে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রদর্শনীটি উদ্বোধন করেন চারুকলা অনুষদের অধিকর্তা প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার।

আয়োজক সূত্রে জানা যায়, ১৯৫২ সালে বাঙ্গালিদের গুরুত্বপূর্ণ সুসংগঠিত ভাষা আন্দোলনের পথ ধরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যেমে অর্জিত হয়েছে স্বাধীনতা। এতে ভাষা আন্দোলনকে মুক্তির সূচনা হিসেবে বিবেচনা করা হয়েছে। তাই এ প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে মুক্তির সূচনা। এতে ৩৪টি শিল্পকর্মস্থান পেয়েছে। ভাষা আন্দোলনের পটভুমি নিয়ে অপরাজিত, রক্তাভ সৌধের অধরা, বর্ণমালার প্রতিবিম্ব, সুপ্তি ঘোষ তৃষা, ভাষার মুক্তি, সময়ের দাবী শিল্পকর্ম প্রমুখ প্রদর্শিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের শিল্প সংগঠন শিল্পযাত্রা এ প্রদর্শনীর আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর এস এম জাহিদ, প্রফেসর সুশান্ত কুমার অধিকারী প্রমুখ।

আয়োজক কমিটির সদস্য তাসফিহা তাবাসসুম যুগান্তরকে বলেন, এদেশে রয়েছে নানা ভাষাভাষীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ। তাদের রয়েছে আলাদা আলাদ ভাষা। ছবির মাধ্যেমে তাদের সেই ভাষার মর্যাদা তুলে ধরার চেষ্টা করেছি।

বিএ-২০/১৯-০২ (শিক্ষা ডেস্ক)