৩৭ তম বিসিএস নন ক্যাডারের ৫৭৮ জনকে নিয়োগের সুপারিশ

৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশ পাননি এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে সুপারিশের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।

বুধবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার পদে ১৫০ জন, খাদ্য অধিদপ্তরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৫২ জন, নির্বাচন কমিশন সচিবালয়ের উপজেলা/থানা নির্বাচন অফিসার পদে ২৩ জন।

এছাড়াও নিবন্ধন পরিদপ্তরের সাব-রেজিস্ট্রার পদে ৪০ জন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পদে ৩১ জনসহ সর্বমোট ৭৮ ক্যাটাগরির ৫৭৮টি পদের জন্য সুপারিশ করে ফলাফল প্রকাশ করে পিএসসি।

পিএসসির ওয়েব সাইটে এ সংক্রান্ত তালিকা দেওয়া হয়েছে। তালিকার লিংক-

৩৭ তম বিসিএস নন ক্যাডারের ৫৭৮ জনকে নিয়োগের সুপারিশ

বিএ-১৩/১৩-০৩ (শিক্ষা ডেস্ক)