রুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা শুরু শনিবার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা।

শনিবার সকাল ৮ টায় রুয়েট কেন্দ্রীয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ।

রুয়েটের চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার মোহা. মাহবুবুল আলম জানিয়েছেন, আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে স্বাগতিক রুয়েটসহ দেশের ১৬ পাবলিক বিশ্ববিদ্যালয় দল অংশ নিচ্ছে। এছাড়া নারী বিভাগে অংশ নিবে মোট ৮টি বিশ্ববিদ্যালয় দল।

আগামী ২০ মার্চ বিকেল ৫ টায় এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. রবিউল আওয়াল জানান, এই প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত থাকবে। তিনি রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের এই প্রতিযোগিতার খেলাগুলো উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

বিএ-১৫/১৫-০৩ (নিজস্ব প্রতিবেদক)