রাজশাহী বোর্ডে বেড়েছে এইচএসসি শিক্ষার্থী

আগামী ১ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর এই পরীক্ষা সুষ্ঠভাবে গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী বোর্ড। এবছর এই শিক্ষাবোর্ডের ১৯৭টি কেন্দ্রে এইচএসসিতে অংশ নিচ্ছেন এক লাখ ৫০ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী।

সোমবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বলেন, এবছর ১৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ ৫০ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী। গেল বছর ১ লাখ ৪১ হাজার ২৭৮ জন শিক্ষার্থী ছিলো এ শিক্ষাবোর্ডে। এতে করে গেল বছরের তুলনায় প্রায় চার হাজার শিক্ষার্থী বেড়েছে চলতি বছরে।

তিনি বলেন, ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। পরীক্ষায় যাতে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে বোর্ড।

তরুণ কুমার সরকার বলেন, এবছর প্রশ্নপত্র ফাঁস রোধে নেয়া হয়েছে কঠোর পদক্ষেপ। সেইজন্য পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট পূর্বে পৌঁছার নির্দেশ দেয়া হয়েছে। ৩০ মিনিটের পর পৌঁছালে কেন তার দেরি হলো, এই মর্মে নাম এন্ট্রি করা হবে। এছাড়া তার পরিবারের মোবাইল নাম্বার, ঠিকানাসহ যাবতীয় তথ্য নেয়া হবে।

এছাড়া দ্বিতীয় পরীক্ষায়ও তার উপস্থিতি দেরি হলে তার বিষয়ে খোঁজখবর নেয়া হবে হবে বলেও জানান তিনি।

বিএ-০৬-২৫-০৩ (নিজস্ব প্রতিবেদক)