স্বাধীনতা দিবসে আরসিআরইউ’র শ্রদ্ধাঞ্জলী

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর আরসিআরইউ’র কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

আরসিআরইউ’র সভাপতি বাবর মাহমুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন আরসিআরইউ’র উপদেষ্টা দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ আলী আহসান, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আজমত আলী রকি, বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, নির্বাহী সদস্য রিবিকা বালাসহ আরসিআরইউ’র বিভিন্নস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা দিবসের কার্যক্রম আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না রেখে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের ত্যাগের কারনেই আজ আমরা এখানে স্বাধীনভাবে বসতে পেরেছি, কথা বলতে পারছি। সুতরাং তাদের প্রতি আমাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।

নতুন প্রজন্মের কাছে বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে হবে। এজন্য বাংলার ইতিহাস ঐতিহ্য নিয়ে লেখালেখি করতে হবে। রং মাখানো সাংবাদিকতার বাইরে গিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহ্বান জানান বক্তারা।

সভাপতির বক্তব্যে বাবর মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো বাংলাদেশের জন্ম হতো না। ইতিহাসে আজকের দিনটির মাহাত্ম তৈরী হতো না। আজকে আমরা যে স্বাধীনতা দিবস পালন করছি সেটা সম্ভব হতো না।

বঙ্গবন্ধু সকল বিতর্কের উপরে। আর তাই শুধুমাত্র দিবসগুলোতে নয়, বছরের প্রত্যেকটি দিনেই আমাদের উচিত এসকল মহান মানুষের আদর্শকে ধারণ করে পথচলা।

বিএ-১৭/২৬-০৩ (নিজস্ব প্রতিবেদক)