শনিবার রাবি লোক প্রসাশন বিভাগের রজত জয়ন্তী

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) লোক প্রশাসন বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ‘রজত জয়ন্তী উৎসব’ অনুষ্ঠিত হবে আগামী শনিবার।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উদযাপন কমিটির জনসংযোগ আহ্বায়ক ও সহকারী অধ্যাপক আবু সাঈদ মো. নাজমুল হায়দার।

তিনি জানান, বিভাগটির ২৫ বছর পূর্তি উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে বিভাগের প্রায় ৭০০জন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশ নেবেন। এ দিন বিভাগের এ্যালামনাই এ্যাসোসিয়েশন গঠন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের সভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক ড. পারভেজ আজহারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন রাবি ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি থাকবেন প্রো-ভিসি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, চৌধুরী মো জাকারিয়া। সম্মানিত অতিথি থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা ড. মো. ফখরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিভাগের প্রফেসর ড. মো. আওয়াল হোসেন মোল্যা, বিভাগের সভাপতি সহয়োগী অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক, মো. মোস্তাফিজুর রহমান খান, মো. নূরুল মোমেন, ড. মোছা. শুভ্রা চৌধুরী, ড. মোসা. মর্জিনা বেগম, ড. সাজেদা আক্তার ও সহকারী অধ্যাপক ড. শারমিন সুলতানা প্রমুখ।

বিএ-২০/২৮-০৩ (শিক্ষা ডেস্ক)