রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ৯ হাজার

রাজশাহী রোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে ৯ হাজার ৩৬৮ জন। সোমবার থেকে একযোগে শুরু হচ্ছে এবারের পরীক্ষা।

বোর্ডের আওতায় ১৯৮ কেন্দ্রে এবার পরীক্ষায় বসবে এক লাখ ৫০ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিলো ১ লাখ ৪১ হাজার ৫৮৬ জন।

তবে গতবছরই সাত বছরের মধ্যে বোর্ডে পাশের হার নেমে যায় তলানিতে। ৬৬ দশমিক ৫১ হারে সেইবার পাশ করে ৯২ হাজার ৬৭৪ জন।

গত বছর এক বিষয়ে অকৃতকার্য হয় ৩৫ হাজার ৩৭ জন। এদের মধ্যে ২৫ হাজার ৫৫০ জন এবার এক বিষয়ে পরীক্ষায় বসছে। এছাড়াও ৫ হাজার ৭০৬জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে দুই বিষয়ে।

সবমিলিয়ে এবার অনিয়মিত পরীক্ষার্থী ৩১ হাজার ২৫৬ জন। বাকি এক লাখ ১৯ হাজার ৬৯৮ জন নিয়মিত। এ বছর ৮২ হাজার ১৬৯ জন ছাত্র এবং ৬৮ হাজার ৭৯৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রমানিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষায় অসাদুপায় অবলম্বন বন্ধ এবং প্রশ্নফাঁস ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষায় কোন অনিয়ম পেলে দ্রুত আইনত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

তিনি আরো বলেন, পরীক্ষা চলাকালে আইন-শৃংখলা পরিস্থিতির নিয়ন্ত্রনে পর্যাপ্ত ব্যবস্থা নেবে আইন-শৃংখলা বাহিনী। তাছাড়া বোর্ডের তরফ থেকেও থাকবে বিশেষ নজরদারি। পরীক্ষায় দায়িত্বপালন করবে বোর্ডের ১৭ টি ঝটিকা টিম। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে সবার সহায়তা চেয়েছেন তিনি।

বিএ-১৩/৩১-০৩ (নিজস্ব প্রতিবেদক)