পহেলা বৈশাখে বহিরাগত প্রবেশ নিষেধ ঢাবিতে

ফাইল ছবি

পহেলা বৈশাখে বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। বাংলা নববর্ষ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল সেদিন ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। বিশ্ববিদ্যালয় এলাকায় ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

ক্যাম্পাসে নববর্ষের দিন সব ধরনের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। এ ব্যাপারে সবরা সহযোগিতা কামনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, সিনেট-সিন্ডিকেট সদস্য, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, অফিস প্রধানগণ এবং বিভিন্ন সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএ-০৪/০১-০৪ (শিক্ষা ডেস্ক)