ঢাবির এসএম হলের ভেতরে অবরুদ্ধ ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ভেতরে ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এসএম হলের শিক্ষার্থী ফরিদ হাসানকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানাতে গেলে এই ঘটনা ঘটে। নুর সেখানে এখনও অবরুদ্ধ রয়েছেন। তাকে লাঞ্ছিত করা হয়েছে বলেও জানা গেছে।

ডাকসুতে জিএস প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উম্মে হাবিবা বেনজীর বলেন, আমরা প্রক্টর স্যারকে অভিযোগ দেয়ার পর এসএম হলে প্রাধ্যক্ষকে অভিযোগ দিতে আসি। কিন্তু অভিযোগ দিয়ে বের হয়ে আমরা হল গেটের সামনে আসলে আমাদের ওপর হামলা করে ছাত্রলীগ। আমাদের গায়ে ডিম ছুড়ে মারে। অন্যদিকে ভিপি নুরসহ কয়েকজন ফরিদের রুমে গিয়ে তার কাপড় চেঞ্জ করতে গেলে তাদের সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

বেলা সোয়া ছয়টার দিকে হল প্রাধ্যাক্ষ অধ্যাপক মাহবুবুল আলম জোয়ার্দার সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

উল্লেখ্য, এসএম হলের আবাসিক শিক্ষার্থী মো. ফরিদ হাসানকে রবিবার (১ এপ্রিল) রাতে মারধরের ঘটনায় প্রতিবাদ জানাতে সোমবার (২ এপ্রিল) বিকাল ৪টায় টিএসসির রাজু সন্ত্রাসবিরোধী ভাস্কর্যের সামনে মানববন্ধন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি নুর। মানববন্ধন শেষে কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে এই ঘটনার অভিযোগ জানাতে এসএম হলে প্রবেশ করেন তিনি।

বিএ-১৫/০২-০৪ (শিক্ষা ডেস্ক)