রুয়েটে কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ শুরু

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার দুপুর ৩ টায় প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ।

আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. মো. শহীদ উদ জ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসেন।

জানা গেছে, সোমবার প্রথম দিন সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে রুয়েটে কর্মরত সকল চতুর্থ শ্রেণীর কর্মচারীগণ অংশগ্রহণ করেন। পরের দিন মঙ্গলবার প্রশিক্ষণে অংশ নিবেন তৃতীয় শ্রেণীর কর্মচারীগণ।

এছাড়া বুধবার প্রশিক্ষণের শেষ দিনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীগণ অংশ নিবেন। পরে সেই দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

বিএ-১৪/১৫-০৪ (শিক্ষা ডেস্ক)