জেএসসিতে শিক্ষার্থী বেড়েছে রাজশাহী বোর্ডে

রাজশাহী শিক্ষাবোর্ডে এবছর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) ২৯ হাজার ৮৭০ হাজার শিক্ষার্থী বেড়েছে। গত বছর (২০১৮) ছিল ২ লাখ ৪৬ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী।

এই শিক্ষাবোর্ডে ছাত্রীর তুলনায় ছাত্রের সংখ্যাই বেশি।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবছর (২০১৯) সালে ২ লাখ ৬৩ হাজার ৪৩৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ১ লাখ ২৭ হাজার ৩৯৭ জন ছাত্র ও ১ লাখ ৩৬ হাজার ৪২ জন ছাত্রী শিক্ষার্থী।

তিনি আরো বলেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষাকে (জেএসসি) কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২ নভেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিএ-১৩/৩১-১০ (নিজস্ব প্রতিবেদক)