রাবিতে ভর্তির সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম পুনঃরায় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, “২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সীমা আগামী ৩১ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো”।

বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ মিলিয়ে কোটা বাদে মোট ২১১ টি সিট ফাঁকা আছে বলে ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. বাবুল ইসলাম। তিনি বলেন, বিভিন্ন বিভাগে আসন ফাঁকা থাকার কারণে পুনঃরায় ভর্তির সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে, ২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম গত ১৫ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। আর একাডেমিক কার্যক্রমের সময় ১ ডিসেম্বরের বদলে ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।

এসএইচ-১৮/১৩/২২ (শিক্ষা ডেস্ক)