রাবিতে স্বাস্থ্যবিধি মেনে চলবে সশরীরে ক্লাস-পরীক্ষা

স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস পরীক্ষা চলবে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া।

তিনি বলেন, ওমিক্রনের প্রকোপ বেড়ে যাওয়ায় আমরা এ জরুরি সভা আহ্বান করি। এতে সিদ্ধান্ত গৃহীত হয় স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস পরীক্ষা চলবে। তবে কোনো বিভাগ চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে।

প্রশাসনের এ জরুরি সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক সমিতির প্রতিনিধি টিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে বুধবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অনলাইনে ক্লাস নেওয়ার দাবি জানায়। গত দুদিনে রাবিতে ৬৮ জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়।

এসএইচ-০৫/২০/২২ (শিক্ষা ডেস্ক)