আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে খুলনা বিশ্ববিদ্যালয়কে (খুবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৪০ রানে খুবি ক্রিকেট দলকে পরাজিত করে রাবি।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি সালেহ উদ্দিন বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি জানান, টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আমাদের ক্রিকেট দল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে তারা। ১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান করে খুলনা বিশ্ববিদ্যালয়।

টুর্নামেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিফাত সাজিদ। ম্যাচ শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন ঢাবির (ঢাবি) উপ-উপাচার্য ও ঢাবি স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ।

এলএস-০৭/১৬/০২ (উত্তরাঞ্চল ডেস্ক)