২০২৪ সালেও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

কোভিড-১৯ মহামারীর প্রভাব থেকে এখনো মুক্ত হতে পারেননি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। মহামারীর কারণে ২০২০ সাল থেকে শুরু হওয়া এবং ২০২৩-এর সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে ২০২৪ সালেও।

আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা হওয়ার কথা গত জুনে। কিন্তু এ পরীক্ষা সংক্ষিপ্ত নাকি পূর্ণ সিলেবাসে হবে, সেটি ঠিক করতেই অনেকটা সময় পেরিয়ে গেছে শিক্ষা প্রশাসনের। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের সিলেবাস নিয়ে সিদ্ধান্ত না হওয়ায় কলেজগুলো বিপাকে পড়েছে। তারা অর্ধবার্ষিক পরীক্ষায় সিলেবাসের কতটুকু পড়াবেন- এ নিয়ে বিভ্রান্তিতে ছিলেন।

বিভিন্ন কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেবাস ঠিক না হওয়ায় কলেজগুলোয় পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। কোনো কলেজ পূর্ণ সিলেবাসে অর্ধবার্ষিক পরীক্ষা নিয়েছে; কোনো কলেজে সংক্ষিপ্ত সিলেবাসে।

এ বিষয়ে সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘সিলেবাস ঠিক করতে একটু দেরি হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের মতো সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে।’

তিনি বলেন, ‘২০২৪ সালে যারা এইচএসসি পরীক্ষা দেবেন, তারা করোনার সময়ে নবম-দশম শ্রেণিতে ক্লাস করতে পারেননি। এসএসসি পরীক্ষা দিয়েছিলেন মাত্র ৬০ দিন ক্লাস করে। আর ১ জুলাইয়ে তাদের উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরুর কথা থাকলে পিছিয়ে যায় কয়েক মাস। তাদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া এ বছর যারা এইচএসসিতে অকৃতকার্য হবেন, তারা যেন আগামী বছর একই সিলেবাসে পরীক্ষা দিতে পারেন, সে বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি।’

মহামারীর কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হয়নি। তাদের ফল নির্ধারণ হয় এসএসসি ও জেএসসির ফলাফলের ভিত্তিতে। পরের দুই বছর এইচএসসি পরীক্ষা হয় সংক্ষিপ্ত সিলেবাসে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে বলেন, ‘২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে শিক্ষামন্ত্রী এক অনুষ্ঠানে আভাস দেন, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে অন্তত এক মাস আগে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু কর্তাব্যক্তিদের সময় স্বল্পতার কারণে বিষয়টি ঝুলে থাকে দীর্ঘদিন। এতে কলেজগুলোর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি আটকে যায়।

ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহসিন কবির বলেন, ‘এ বছরের প্রথমদিকে সিলেবাস দেওয়ার কথা। কিন্তু এনসিটিবি ও ঢাকা শিক্ষা বোর্ড তা দিতে পারেনি। এখন সিদ্ধান্ত যেহেতু চূড়ান্ত, আমরা সে অনুযায়ী প্রস্তুতি নেব।’

এসএইচ-০৩/০৪/২৩ (শিক্ষা ডেস্ক)