বহিরাগতের হাতে লাঞ্ছিত রাবির সহকারী প্রক্টর

বহিরাগতের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সহকারী প্রক্টর লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। পরে এ ঘটনায় আরিফ ইহসান (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

দায়িত্ব পালনকালে বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে রাবি শেখ রাসেল মাঠের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। আরিফের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শেখ রাসেল মাঠের পুকুর পাড়ে বৃহস্পতিবার বিকেলে এক নারী সহপাঠীর সঙ্গে বসে ছিলেন আরিফ। বিকেলে নিয়মিত টহলে বের হয়ে অশালীন অবস্থায় বসে থাকতে দেখে তার পরিচয় জানতে চান সহকারী প্রক্টর সরওয়ার হোসেন। কিন্তু পরিচয় না দিয়ে উল্টো তর্কে জড়ান বহিরাগত ওই যুবক। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং রাবি সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করেন আরিফ।

রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, সন্ধ্যায় রাবি প্রশাসনের লিখিত অভিযোগের ভিত্তিতে বহিরাগত আরিফকে আটক করা হয়েছে। মামলা নথিভুক্তের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এআর-০৮/১৩/০৭ (ক্যাম্পাস ডেস্ক)