শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। ২০ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিল।
বুধবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, আপাতত ছুটি বাতিল করা হলেও ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে তা সমন্বয় করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে হবে। এজন্য নভেম্বরের মধ্যে সব বার্ষিক পরীক্ষাগুলো শেষ করতে হবে। একইসঙ্গে নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান এবং মূল্যায়ন শেষ করতে হবে।
তিনি বলেন, নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়। এ সময় দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি করা হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রমুখ।
এআর-০৬/১৯/০৭ (ন্যাশনাল ডেস্ক)