রুয়েটে আইপিই বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে দুই দিনব্যাপী প্রথম এলামনাই পুনর্মিলনী এবং আইপিই ডে উদযাপিত হয়েছে।

গত শুক্রবার (১৩ অক্টোবর) এই উপলক্ষে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় বিভিন্ন সেমিনার, কর্পোরেট বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত কারিগরি সেশন, এবং রুয়েটের সম্প্রদায়ের মধ্যে সমৃদ্ধ প্রতিভা প্রদর্শন করে এমন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রথম দিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আলমগীর ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাহাঙ্গীর আলম, আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল আউয়াল এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক আরিফ আহমেদ।

রুয়েটের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর ডঃ মোঃ মোশাররফ হোসেন, দুই দিনব্যাপী এই উৎসব বিষয়ে বলেন, “১ম অ্যালামনাই রিইউনিয়ন এবং আইপিই ডে ২০২৩ শুধুমাত্র একটি সমাবেশ নয়; এটি একটি স্থায়ী চেতনার প্রমাণ। শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবন যা রুয়েট এর বর্তমান শিক্ষার্থীদের উৎসাহিত করে৷ আমরা আমাদের প্রাক্তন ছাত্র, ছাত্র এবং কর্পোরেট অংশীদারদের ভবিষ্যতের জন্য একটি সহযোগিতা এবং সংযোগ সৃষ্টিকারী প্ল্যাটফর্ম দিতে পেরে রোমাঞ্চিত।

“অনুষ্টানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি এই বিভাগের সকল শিক্ষক,প্রাক্তন ছাত্রছাত্রী ও আগত অতিথিবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি আশা রাখেন যেহেতু রুয়েট বাংলাদেশে একাডেমিক উৎকর্ষ এবং উদ্ভাবনের একটি কেন্দ্র হিসেবে কাজ করছে, এই ইভেন্টটি নেটওয়ার্কিং, জ্ঞান আদান-প্রদান এবং শিল্পের মধ্যে সম্ভাব্য সহযোগিতা অন্বেষণের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ হিসেবে কাজ করবে।

এআর-০১/১৬/১০ (শিক্ষা ডেস্ক)