“পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সমিতি”র নতুন কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের বিভাগীয় সমিতি “পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সমিতি” এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) এ কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগীয় সভাপতি প্রোফেসর ড. তপন কুমার রায়।ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগীয় ট্রেজারার প্রফেসর ড. মো: আশরাফুল ইসলাম খান।

শিক্ষার্থীদের মধ্যে থেকে, নির্বাচনের মাধ্যমে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন মাস্টার্স এর শিক্ষার্থী মো: আশিক আহম্মেদ। তিনি পূর্ববর্তী কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদকের দায়িত্ব পায় চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: ওমর আলী।

নতুন দায়িত্ব গ্রহণের পর সহ সভাপতি আশিক আহম্মেদ বলেন “সমিতি বিভাগের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশগ্রহণ ও সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের লক্ষ্য বিভাগীয় শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যেন তারা চতুর্থ শিল্প বিপ্লবী দেশকে নেতৃত্ব দিতে পারে”।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের বলেন “সমিতির প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরি করা। আগামি দিনগুলোতে আমরা ছাত্র শিক্ষক সম্পর্কের উন্নতি ও শিক্ষার্থীদের সার্বিক দক্ষতা উন্নয়নে সার্বিক প্রচেষ্টা চালাবো”

এসএ-১১/১০/২১ (শিক্ষাঙ্গন ডেস্ক)