রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম’র (আরইউডিএফ) আয়োজনে তিন দিনব্যাপী মাদক বিরোধী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী ৩০ জানুয়ারি পর্যায়ক্রমে গ্রুপ পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শনিবার আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এবারের প্রতিপাদ্য ‘আঁধারের শেকল হোক সচেতনতায় বিকল’ মাদকের বিরুদ্ধে এই তরুণ সমাজকে সচেতন করা এবং একটি সুস্থ তরুণ সমাজ গঠনই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের প্রধান নির্বাহী সদস্য মাহাদী হাসান মাহিন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।
উদ্বোধনী বিতর্কে শহীদ জিয়াউর রহমান হলকে পরাজিত করে জয় লাভ করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল । আয়োজকরা জানান, আগামী ৬ ফেব্রুয়ারি রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ মিনার মুক্তমঞ্চে ফাইনাল বিতর্কের মাধ্যমে পর্দা নামবে আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতার।
এআর-০১/২৮/০১ (নিজস্ব প্রতিবেদক)