সানি লিওনের নাম জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। বিভিন্ন সময়ে ব্যতিক্রম অনেক কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন এই তারকা।নিন্দুকরা বিভিন্ন কথা বললেও সুনামের পাল্লাও ভারি হয়েছে সানির।
নিজেদের কোনো সন্তান না থাকলেও এ পর্যন্ত তিনটি সন্তান দত্তক নিয়েছেন সানি লিওন ও স্বামী ড্যানিয়েল ওয়েবার।দুই ছেলে আশের ও নোয়া সিং ওয়েবার এবং মেয়ে নিশা সিং ওয়েবারকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছেন তারা।
ডিজনিল্যান্ডে নিশার এক বছরের জন্মদিন পালনের পর সানি এবং ড্যানিয়েলের জীবনে আসে নোয়া এবং এশার নামে আরও দুই সন্তান। নোয়া, এশার এবং নিশাকে নিয়ে ড্যানিয়েল এবং তার জীবন এবার পরিপূর্ণ হয়েছে বলে জানান সানি।
আর এবার ৩ সন্তানকে একসঙ্গে নিয়ে ছবি শেয়ার করলেন সানি এবং তার স্বামী। নিজের সোশ্যাল সাইটে সানি সেই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় ।
আসুন দেখে নেই সন্তানের সঙ্গে সানির ব্যতিক্রম কিছু ছবি, যা দেখেনি আগে।
দুই ছেলেকে কোলে নিয়ে আদর করছেন সানি।
সানি লিওন ও স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তাদের তিন সন্তান।
প্রিয়জনদের সঙ্গে সানি এ তার সন্তানরা।
সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে সানি।
আরএম-১৭/০৪/১২ (বিনোদন ডেস্ক)