প্রিয়াঙ্কা চোপড়া ও নিকের বিয়েটা ঠিকঠাক ভাবেই হয়ে গেল।দুই রীতিতে বিয়ে সম্পন্ন হওয়ার পর তাদের সংবর্ধনাও হয়ে গেছে।
মঙ্গলবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লি তাজ প্যালেস হোটেলে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা হয়।এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের পাশাপাশি সেলিব্রেটিরাও হাজির ছিলেন।
সবাইকে চমকে দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রাত ১০ টায় জমকালো ওই অনুষ্ঠানে মোদির উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করে।
সেখানে স্বামী নিককে নরেন্দ্র মোদির সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রিয়াঙ্কা।
এসময় এই জুটিকে গোলাপ উপহার দিয়ে অভিনন্দন জানান মোদি। প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপরা, শ্বশুর পল কেভিন জোনাস এবং শাশুড়ি ডেনিস মিলার জোনাসের সঙ্গেও কুশল বিনিময় করেন মোদি।
প্রসঙ্গত, ১০ বছরের ছোট নিকের সঙ্গে প্রিয়াঙ্কা দীর্ঘদিন চুটিয়ে প্রেমি করেন। অবশেষে ১ ও ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্যালেসে খ্রিস্টান ও হিন্দু রীতিতে গাঁটছড়া রাধেন তারা।
আরএম-০৯/০৫/১২ (বিনোদন ডেস্ক)