বলিউড তারকা সন্তানদের মধ্যে অন্যতম অনন্যা পান্ডে। অভিনেতা চাঙ্কি পান্ডে ও ভাবনা পান্ডে দম্পতির মেয়ে তিনি। এবার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। করন জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হবে অনন্যার।
‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমায় টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন অনন্যা পান্ডে। এছাড়াও অভিনয় করছেন তারা সুতারিয়া। এ সিনেমার শুটিং শুরুর আগে ফিটনেস ঠিক করা, অভিনয় ও নাচের ক্লাশে নিয়মিত অংশ নেন অনন্যা। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আশাবাদী এই নবাগত অভিনেত্রী। পুনিত মালহোত্রা পরিচালিত এ সিনেমা আগামী বছর ১০ মে মুক্তির কথা রয়েছে।
ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন অনন্যা পান্ডে। বেড়েও উঠেছেন এই শহরে
মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন তিনি
চলচ্চিত্রে অভিষেকের আগেই নানা কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত অনন্যা পান্ডে
ফ্যাশন ডিজাইনার রবি জয় সিংয়ের পুত্র করন জয় সিংয়ের সঙ্গে অনন্যার প্রেমের সম্পর্ক আছে বলে বলিপাড়ায় গুঞ্জন রয়েছে
বরুন ধাওয়ান, রণবীর সিং তার প্রিয় অভিনেতা
আরএম-২৪/০৫/১২ (বিনোদন ডেস্ক)