দুবাইয়ে ১৭ বছরের এক ব্রাজিলিয়ান কিশোরীকে কিছু আপত্তিকর ছবি পাঠিয়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিং৷ এরপর ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী দুবাই পুলিশ জানিয়েছে, ওই কিশোরী থানায় যৌন হেনস্থার অভিযোগ করে। এরপর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টার দিকে দুবাইয়ের একটি পানশালা থেকে মিকাকে গ্রেফতার করা হয়। তাকে আবুধাবি জেলে নিয়ে যাওয়া হয়েছে।
বলিউডের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন মিকা।
উল্লেখ্য, মিকা সিং একজন ভারতীয় গায়ক, সুরকার এবং সংগীত লেখক। তিনি অনেক গান গেয়েছেন। এর মধ্যে কিছু হলো- সিং ইজ কিং (সিং ইজ কিং), মউজা হে মউজা (জব উই মেট), ইবনে বতুতা (ইশক্), ধান্নো (হাউজফুল), ঢিঙ্কা চিকা (রেডি), দেশি বিট (বডিগার্ড), পুঙ্গি (এজেন্ট বিনোদ), ম্যাড আই অ্যাম ম্যাড (খোকা ৪২০), তুই আমার হিরো (রংবাজ), রানি তু মে রাজা (সন অফ সর্দার) ইত্যাদি।
আরএম-০১/০৭/১২ (বিনোদন ডেস্ক)