মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড ফিনালে ঐশী, জয়ী হতে প্রয়োজন ভোট (ভিডিও)

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর প্রতিযোগীরা পার করছেন রোমাঞ্চকর সময়। অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টা, এরপর বিশ্ববাসী জেনে যাবেন, কে হচ্ছেন এবারের আসরের বিশ্ব সুন্দরী। প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে বিশ্বের সেরা ৩০ সুন্দরী লড়ছেন গ্র্যান্ড ফিনালেতে। এখানে আছেন বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশীোও। এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রতিযোগী গ্র্যান্ড ফিনালেতে লড়ছেন।

আজ শনিবার সন্ধ্যায় চীনের সানাই শহরে বসছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ওই মঞ্চে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবেন ঐশী। এরই মধ্যে মিস ওয়ার্ল্ড নির্বাচনে চলছে ভোটিং। এ প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য ঐশীর এখন ভোট দরকার।

এদিকে আজ ঐশী ফেসবুকে এক ভিডিও বার্তার মধ্যমে জানান, তারা গ্র্যান্ড ফিনালের ভ্যেনুর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে অনুশীলন শেষে মঞ্চে উঠবেন প্রতিযোগীরা। তিনি আরও জানান, এ প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য ঐশীর এখন ভোট দরকার।

https://www.facebook.com/MissWorldBangladeshOfficialPage/videos/329832007850147/

তাঁকে সেরাদের সেরা করতে ভোট করা যাবে গ্র্যান্ড ফিনালে শুরুর আগ পর্যন্ত । বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে জুম টেলিভিশন।

‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরে সেরাদের তালিকায় জায়গা করে নেন বাংলাদেশের ঐশী। পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকার মধ্যবিত্ত পরিবারের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ঐশী। এইচএসসি পাস করেছেন মাথাভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছিলেন ঢাকায়। ভর্তি কোচিং করার সময়ই দেখেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজ্ঞাপন। নাম লেখান প্রতিযোগিতায়। নানা ধাপ পেরিয়ে ৩০ সেপ্টেম্বরের গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হন তিনি।

আরএম-০২/০৮/১২ (বিনোদন ডেস্ক)