মাফিয়ারাজ সম্পর্কে কমবেশি সকলেরই ধারণা রয়েছে কিন্তু কোল মাফিয়া সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান খুবই সীমিত। কয়লাখনি একটা সম্পূর্ণ ভিন্ন জগৎ এবং এই খনির সঙ্গে জড়িয়ে থাকা অপরাধজগৎ কুৎসিত এবং ভয়ঙ্কর। সাধারণ বাঙালির কল্পনাপ্রবণতা দিয়েও পৌঁছনো যাবে না ওই বাস্তবে।
সেই ‘অন্য’ জগৎকে তুলে আনলেন পরিচালক সৌরভ চক্রবর্তী তাঁর ওয়েব সিরিজ ‘ধানবাদ ব্লুজ’-এ যা স্ট্রিমিং শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর থেকে হইচই অ্যাপে। কিছুদিন আগে টিজারটি মুক্তি পাওয়ার পরেই নেটিজেনদের মধ্যে তীব্র কৌতূহল এই সিরিজটি নিয়ে। টিজারের প্রথম ফ্রেম থেকেই স্পষ্ট ছিল যে বাংলার দর্শক এবার এমন কিছু দেখতে পাবেন যা আগে দেখেননি।
রজতাভ দত্ত, সোলাঙ্কি রায়, দিব্যেন্দু ভট্টাচার্য, রূপাঞ্জনা মিত্র, ইমরান হাশনি, অপরাজিতা আঢ্য অভিনীত এই সিরিজের ট্রেলারটি মুক্তি পেল এবার এবং ট্রেলার বলে দিল হাড় হিম করা এক বাস্তবকে দেখতে চলেছেন বাংলার ওয়েবের দর্শক। দেখে নিতে পারেন ট্রেলারটি নীচের লিঙ্কে ক্লিক করে—
আরএম-০৯/০৮/১২ (বিনোদন ডেস্ক, তথ্যসূত্র: এবেলা)