যে কারণে বিএনপির মনোনয়ন পেলেন না মনির খান

বিএনপির মনোনয়ন পেলেন

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান গান দিয়ে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। রাজনীতির মাঠেও মানুষের ভালোবাসা পেতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে করতে চেয়েছিলেন।

তবে শেষ পর্যন্ত মনোনয়ন দৌড়ে বাদ পড়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির খান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন মনির খান।

তবে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতকে এ আসনটি ছেড়ে দেয়ায় তিনি বাদ পড়েছেন

এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন মতিয়ার রহমান, যিনি ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি।

জানা গেছে, মূলত এই আসনটিতে জামায়াতের ভোট বেশি হওয়ায় বিএনপির কোনো প্রার্থী দেয়া হয়নি।

বিগত পাঁচটি নির্বাচনে ঝিনাইদহ-৩ আসন থেকে বিএনপির প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করলেও এবার তার ব্যতিক্রম হল।

শুক্রবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঝিনাইদহের চারটি আসনের মধ্যে বিএনপির তিনজন প্রার্থীকে চিঠি দেয়া হলেও ঝিনাইদহ-৩ আসনে দলটির কাউকে চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

আরএম-১৯/০৮/১২ (বিনোদন ডেস্ক, তথ্যসূত্র: যুগান্তর)