সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবিতে ঝড় তুলেছেন হিন্দি টেলি জগতের পরিচিত মুখ কারিশ্মা শর্মা। প্রত্যেকটি ছবি কারিশ্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
‘পবিত্র রিস্তা’ (২০১৪), ‘ইয়ে হে মহব্বতে’(২০১৪), ‘পেয়ার তুনে কিউ কিয়া’ -সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।
‘পেয়ার কা পঞ্চনামা’(২০১৫), ‘হোটেল মিলান’(২০১৮) দু’টি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি।
এখন তাঁর বয়স ২৪ বছর।
বর্তমানে মুম্বইতে থাকেন এই মডেল।
অবসর সময়ে সেলফি তুলতে ভালবাসেন তিনি।
হট লুকে মডেল।
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন করিশ্মা।
আরএম-০৯/১২/১২ (বিনোদন ডেস্ক, তথ্যসূত্র: এবেলা)