অ্যান্টিলিয়ায় ঈশা আম্বানির বিগ ফ্যাট ওয়েডিংয়ের দিনই বিয়ে সেরে ফেললেন কমেডি কিং কপিল শর্মা। দীর্ঘদিনের বান্ধবী গিন্নি ছত্রের সঙ্গে জলন্ধরে বুধবার গাঁটছড়া বাঁধেন কপিল।
বলিউডের ‘কমেডি কিং’ কপিল শর্মার বিয়ে ঘিরে সেজে উঠেছিল পঞ্জাব। ১২ ডিসেম্বর পাঞ্জাবের জলন্ধরে গিন্নির বাড়িতেই বসেছিল বিয়ের আসর।
১৪ ডিসেম্বর অমৃতসরে হবে রিসেপশনের অনুষ্ঠান।
বলিউডের সহকর্মী ও বন্ধুদের জন্য কপিল স্পেশাল রিসেপশন পার্টির আয়োজন রেখেছেন মুম্বইয়ে। ২৪ ডিসেম্বর সেই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বর এবং কনের বেশে কপিল শর্মা এবং গিন্নি ছত্রের ছবি। দেখুন সেই ছবি।
কপিল শর্মার বিয়েতে উপস্থিত ছিলেন কমেডি কুইন ভারতী, গুরদাস মান ও কপিলের ঘনিষ্ঠ বন্ধুরা।
আরএম-০৫/১৩/১২ (বিনোদন ডেস্ক)