করপোরেট লুকের জন্য কারার মাহমুদ বেশ পরিচিত। ব্যাংক এশিয়ার এটিএম বুথে কিংবা বিকাশ এজেন্টের দোকান থেকে টাকা ওঠাতে গেলেই যে মুখ দেখতে হয় সেটা কারারের। তবে এবার তাঁর পরিচিত করপোরেট লুকের বাইরে নতুন এক চেহারায় দেখা যাবে।
আর কারারকে পরিচিত গণ্ডির বাইরে যিনি নিয়ে আসছেন, তিনি ইশতিয়াক আহমেদ। প্রবাসীদের জীবনযাপন নিয়ে নতুন একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে সম্প্রতি। সঙ্গীতশিল্পী পারভেজের গাওয়া এই গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তিনি। সহশিল্পী হিসেবে রয়েছেন সুমী ও শাহনাজ আফরোজ।
কারার বলেন, ‘প্রথমবারের মতো নিজের পর্দার ক্যারিয়ারে ভিন্নতা এলো। এটা নতুন অভিজ্ঞতা। কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হওয়া একজন প্রবাসীর জীবনযাপন দেখানো হয়েছে। এই চরিত্রে নিজেকে মেশানোর চেষ্টা করেছি, বাকিটা মিউজিক ভিডিও মুক্তির পর বোঝা যাবে আসলে কী করতে পেরেছি।’
এটি কারারের পঞ্চম মিউজিক ভিডিও। আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রকাশিত হবে।
আরএম-১৮/১৩/১২ (বিনোদন ডেস্ক)