২০১৮ শেষ হতে চলল৷ বলিউড বক্সঅফিস মাত করলেন কেউ, কারএ বছরটা বিশেষ ভাল যায়নি৷ বছর শেষে কে হলেন বলিউডের হায়েস্ট পেইড অভিনেত্রী? কে কাকে টেক্কা দিলেন? দেখে নিন সেরা ১০৷
সোনাক্ষির মতোই পরিনীতিরও পারিশ্রমিক ছবি পিছু ৫ কোটি৷ এবছর মুক্তি পাওয়া নমস্তে ইংল্যান্ড হিট না করলেও পরিনীতি রয়েছেন ১০ নম্বরে৷
এবছর মুক্তি পাওয়া রাজি আলিয়াকে অনেকটাই এগিয়ে দিয়েছে৷ এখন আলিয়ার পরাশ্রমিক ছবি পিছু ৬ কোটি৷ হাতে রয়েছে প্রচুর ছবি৷ তাই এই বছর ৯ নম্বরে শেষ করলেও আগামী বছরে আলিয়া আর উপরের দিকে থাকবেন৷
এবছর মুক্তি পায় স্ত্রী, বাত্তি গুল মিটার চালু৷ সিনিয়রিটিতে শ্রদ্ধা আলিয়ার থেকে এগিয়ে থাকায় পারিশ্রমিক কিছুটা বেশি৷ ছবি পিছু শ্রদ্ধা নেন ৭ কোটি৷ এবছর রয়েছেন ৮ নম্বরে৷ বদলে যেতে পারে সব হিসেব৷
পরী, সঞ্জু, সুই ধাগা সব ছবিতেই একেবারে নতুন অবতারে পাওয়া গিয়েছে তাকে৷ এই মুহূর্তে তার পারিশ্রমিক ছবি পিছু ৮ কোটি৷ এই বছর শেষ করলেন ৭ নম্বরে৷
এবছর কোনও ছবিই মুক্তি পায়নি৷ কিন্তু বিদ্যা বালন যে জায়গায় রয়েছেন তাতে বিশেষ কিছু যায় আসে না৷ তারও পারিশ্রমিক ৮ কোটি৷ জনপ্রিয়তায় অনুষ্কার থেকে এগিয়ে থেকে ৬ নম্বরে রইলেন বিদ্যা৷
তার অভিনয় নিয়ে এখনও শুনতে হয় বাঁকা কথা৷ তা সত্ত্বেও বলিউডে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি৷ এথনও ছবি পিছু নেন ৯ কোটি৷ বছর শেষ করলেন ৫ নম্বরে৷
মা হওয়ার পর ভিরে দি ওয়েডিং দিয়ে এবছর অভিনয়ে ফিরেছেন করিনা৷ কিন্তু বলিউডে তার জায়গা অটুট রয়েছে৷ ভিরে দি ওয়েডিং-এ তার পারিশ্রমিক ছিল ১০ কোটি৷ রইলেন ৪ নম্বরে৷
সামনে রয়েছে তার বড় ছবি মনকর্নিকা৷ দুবার জাতীয় পুরস্কার পাওয়া কঙ্গনা ছবির জন্য নেন ১১ কোটি৷ বছরের শেষে রইলেন ৩ নম্বরে৷
তিনি গ্লোবাল আইকন৷ দেশ ছেড়ে আস্তানা এখন হলিউড৷ কিন্তু তাতেও দর কমেনি বলিউডে৷ ছবি পিছু এখন নেন ১২ কোটি৷ বছর শেষ করলেন ২ নম্বরে৷
এই বছরটা সত্যিই ভাল গিয়েছে দীপিকা পাডুকোনের৷ ব্লকবাস্টার পদ্মাবতী, বিয়ে, দীপিকা এখন রয়েছেন ক্লাউড নাইনে৷ বলিউডের সবচেয়ে অভিনেত্রী তিনিই৷ পারিশ্রমিক ১৫ কোটি৷
আরএম-০১/১৪/১২ (বিনোদন ডেস্ক)