গুগলে ভারতীয়রা বেশি খুঁজেছে যাদের

গুগলে ভারতীয়রা

সালমান-শাহরুখ-আমির খানদের বড় তারকা নয়, এ বছর ভারতীয়রা গুগলে বেশি খুঁজেছে প্রিয়া প্রকাশ ওয়ারিওরকে। একটি ছবিতে পাশ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেখাকার একটি দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরই আলোচনা উঠে আসেন ১৮ বছরের প্রিয়া।

দ্বিতীয় স্থানে আছেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কার চোপড়ার স্বামী সঙ্গীততারকা নিক জোনাস। ভারতে কে জামাই হয়ে আসছেন তা নিয়ে ভারতের আগ্রহের কারণেই হয়েছে এটা। চতুর্থ স্থানে আছেন প্রিয়াঙ্কা নিজেই।

তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছেন স্বপ্না চৌধুরী। তিনিই এ তালিকার সবচেয়ে বড় চমক। হরিয়ানায় বেশ জনপ্রিয় স্বপ্না চৌধুরী পেশাদার নৃত্যশিল্পী ও গায়িকা। পরিবারকে আর্থিক সহায়তা দিতেই ছোটবেলা থেকেই নাচ শুরু করেন তিনি। তার নাচ ও মিউজিক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ২০১৭ সালে বিগ বসে এসে আলোচিত হন তিনি। ‘ভিরে দি কী’ ওয়েডিং’ ছবিতে আইটেম গানে নেচেছিলেন স্বপ্না।

ঞ্চম স্থানে বলিউডের আলোচিত অভিনেত্রী সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজা। এ বছরের মে মাসে সোনম-আনন্দের বিয়ে সম্পন্ন হয়। ষষ্ঠ স্থানে আছেন বলিউডের নবাগত অভিনেত্রী সারা আলী খান।

সেরা দশে আরও জায়গা করে নিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান, ব্রিটিশ রাজবধূ মেগান মের্কেল, বিগ বস প্রতিযোগী অনুপ জালোটা ও বলিউড প্রযোজক ও খ্যাতনামা অভিনেত্রী শ্রীদেবীর স্বামী বনি কাপুর। শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে আলোচনায় এসেছিলেন বনি।

আরএম-০২/১৪/১২ (বিনোদন ডেস্ক)