মুকেশ আম্বানির মেয়ে ঈশার বিয়ের তোড়জোড় শুরু হয়েছিল কয়েকদিন আগে। আর সেই দীর্ঘ প্রস্তুতির পর ইশা আম্বানি এবং আনন্দ পীরামলের চার হাত এক হয়েছে। দেখে নিন আম্বানি মেয়ের নজর কাড়া কিছু ছবি৷
দীর্ঘদিন ধরেই বন্ধুত্ব রয়েছে দুই পরিবারের। রিয়েল এস্টেট কোম্পানি পীরামল রিয়েলটির প্রতিষ্ঠাতা এই আনন্দ পীরামল। তিনি পীরামল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টরও। ইন্ডিয়ান মার্চেন্ট চেম্বার (ইউথ উইং)-এর সর্বকনিষ্ঠ প্রেসিডেন্টও ছিলেন আনন্দ।
পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক হওয়ার পর হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন আনন্দ।
আর ঈশা ২০১৪ সালে ইয়েল ইউনিভার্সিটি থেকে সাইকোলজি এবং সাউথ এশিয়ান স্টাডিজে গ্র্যাজুয়েট হন৷
পরবর্তীকালে রিলায়েন্স জিও এবং রিলায়েন্স রিটেলের বোর্ড অব ডিরেক্টরস্-এ নিযুক্ত হন তিনি৷
ইশার বিয়েতে বিভিন্ন ক্ষেত্র থেকে হাজির হয়েছিলেন গণ্যমান্য সব ব্যক্তি৷
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় থেকে অমিতাভ বচ্চন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ-গৌরী কে ছিল না সেখানে৷
৮ ও ৯ ডিসেম্বরের এই অনুষ্ঠানের অতিথি তালিকা চমকে দেওয়ার মতই ছিল। তবে এই তালিকায় সবথেকে বড় চমক হিলারি ক্লিন্টন।
আরএম-০১/১৬/১২ (বিনোদন ডেস্ক)