মিস ইউনিভার্স ২০১৮ নির্বাচিত হয়েছেন ফিলিপাইনের ক্যাট্রিওনা গ্রে। রবিবার ৯৩ দেশের প্রতিযোগী থেকে ২৪ বছর বয়সী ক্যাট্রিওনাকে বেছে নেয়া হয়।
সোমবার থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্সের এবারের আসরে প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার তামারিন গ্রিন। তৃতীয় স্থানে আছেন ভেনেজুয়েলার স্টেফানি গুতিরেজ।
২৪ বছর বয়সী ক্যাট্রিওনা গ্রে পেশায় টিভি উপস্থাপক ও মডেল। তার জন্ম অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। তার বাবা স্কটিশ অস্ট্রেলিয়ান ও মা ফিলিপাইনের নাগরিক। তিনি আমেরিকায় মিউজিক নিয়ে পড়াশোনা করেছেন।
চূড়ান্ত পর্বে সবাইকে মুগ্ধ করেছেন ক্যাট্রিওনা। শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, কাউকে খাবার দিলে সে পরের দিন ফের ক্ষুধা অনুভব করবে। ওষুধ দিলে জীবনে আবারও এটার দরকার হবে। কিন্তু কাউকে শিক্ষা দিলে সে সারাজীবন এটা মনে রাখবে।
এছাড়াও এবারের প্রতিযোগীতায় চমক ছড়িয়েছেন মিস স্পেন অ্যানজেলা পঞ্চে। প্রথম ট্রান্সজেন্ডার প্রতিযোগী হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।
আরএম-০১/১৭/১২ (বিনোদন ডেস্ক)