‘ফ্রড সইয়াঁ’ ছবির ‘ছাম্মা ছাম্মা’ গানটি ইতিমধ্যেই ভাইরাল। সেখানেই শরীরী বিভঙ্গে মাত করেছেন এলি আব্রাম।
১৯৯৮ সালের ‘চায়না গেট’ ছবির এই গানটি রিমেক করেছেন সুরকার তানিষ্ক বাগচি। সেই আইটেম নাম্বারেই রয়েছেন এলি।
এলি আব্রাম সুইডিশ-গ্রিক অভিনেত্রী।
১৯৯০ সালে স্টকহোমে জন্মগ্রহণ করেন তিনি।
প্রথম অভিনয় করেন একটি সুইডিশ ছবিতে।
‘বিগ বস ৭’-এ অংশ নেওয়ার পর থেকেই প্রচারে আসেন তিনি।
গত বছর কয়েকে একাধিক হিন্দি ছবিতে বিশেষ চরিত্রে দেখা গিয়েছে এলিকে।
‘ফ্রড সইয়াঁ’-র ‘ছাম্মা ছাম্মা’ রিমেকটির ফলে ফের আলোচনায় এসেছেন এলি।
রিলিজের তিন দিনেই ইউটিউবে পৌনে দু’কোটির উপরে ভিউ হয়েছে গানটি।
‘ফ্রড সইয়াঁ’ ছবিটি আগামী বছর ১৮ জানুয়ারি মুক্তি পাবে।
ইতিমধ্যেই ভাইরাল হওয়া এই গানটি গেয়েছেন নেহা কক্কর।
আরএম-০৮/১৭/১২ (বিনোদন ডেস্ক, তথ্যসূত্র: এবেলা)