বহু বছরের তিক্ততা ৷ ১২ বছরের ছোট সইফ আলি খানকে বিয়ে করার পর থেকেই অমৃতা সিংকে মোটেই পছন্দ করতেন না শর্মিলা ৷ তাঁদের সম্পর্কও কোনওদিনই মসৃণ ছিল না ৷ শেষ পর্যন্ত ১৩ বছর পর বিচ্ছেদ হয়ে যায় সইফ-অমৃতার ৷
সেই থেকে কঠিন বরফ জমে রয়েছে তাঁদের সম্পর্কে ৷ সইফ-অমৃতার দুই ছেলে-মেয়ে ইব্রাহিম আর সারা মায়ের সঙ্গেই থাকেন ৷ তবে বাবার বাড়ির সঙ্গেও তাঁদের সম্পর্ক বেশ মধুর ৷ নতুন ‘মা’ করিনা, ভাই তৈমুর, দাদি শর্মিলার সঙ্গে বন্ডিংও ভাল দুই ভাই বোনের ৷ কিন্তু বিচ্ছেদের পর মা অমৃতা বরাবরই খান পরিবার থেকে দূরে দূরেই ৷
এবার সারার জন্যই এত বছর পর ফের কাছাকাছি এলেন শর্মিলা-অমৃতা? তেমনটাই মনে করছেন বলিউডে প্রথম পা রাখা সারা আলি খান ৷ কারণ তাঁর ডেবিউ ছবি ‘কেদারনাথ’ দেখে শর্মিলা নিজে মেসেজ করেছেন অমৃতাকে ৷ ‘কেদারনাথ’-এ নাতনির অভিনয় দেখে নাকি আপ্লুত হয়ে গিয়েছেন শর্মিলা ৷ নিজেকে আর ঠেকিয়ে রাখতে পারেননি ৷ তাই পুরনো সব তিক্ততা ভুলে মেসেজ করেছেন প্রাক্তন পুত্রবধূকে ৷
‘কেদারনাথ’-এ সারার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে ৷ আর সেই সূত্রেই এত বছর পর শর্মিলা-অমৃতার মেলবন্ধন ৷ সম্প্রতি DNA-কে দেওয়া একটা সাক্ষাৎকারে সারা আলি খান জানিয়েছেন, ‘‘দাদি খুবই গর্বিত ৷ উনি অনেক মেসেজ পেয়েছেন সকলের কাছ থেকে ৷ তারপর মা’কে উনি মেসেজ করেন ৷ এটা আমার কাছে অত্যন্ত বড় একটা ব্যপার ৷’’
সারা আরও বলেন, ‘‘এটা অ্যামেজিং ব্যাপার ৷ যদি একটা ছবি হিসেবে আমি আমার সমস্ত দর্শকদের এক জায়গায় আনতে পারি, তা হলে একজন ব্যক্তি হিসেবে পরিবারের সকলকে এক করে দেওয়াটা একটা ব্যপার ৷ সেটা ৩০ সেকন্ডের জন্য হলেও ৷’’
এর আগে অবশ্য নাতনি সারার জন্য প্রকাশ্যে মুখ খুলেছিলেন শর্মিলাও ৷ কিছুদিন আগে IANS-এ তাঁর একটি সাক্ষাৎকার থেকেই বোঝা যায় সারাকে নিয়ে কতটা গর্বিত শর্মিলা ৷ তিনি বলেছিলেন, ‘‘আমি খুবই উত্তেজিত কেদারনাথ নিয়ে ৷ আমি সত্যিই সারার ব্যাপারে খুব ইম্প্রেসড ৷ ওঁর সেল্ফ কনফিডেন্স আমাকে মাঝে মাঝে অবাক করে দেয় ৷’’
‘‘যখনই কোথাও ওঁকে কথা বলতে দেখি ওঁর আত্মবিশ্বাস, নম্রতা, ভদ্রতা আর চার্ম দেখে আমি বিষ্মিত হয়ে যাই ৷ এত সুন্দর ভাবে ও নিজেকে প্রেজেন্ট করে… ৷ কখনও ওঁর মধ্যে কোনও জড়তা দেখিনি ৷ ‘কফি উইথ করণ’-এ গিয়ে যেভাবে সারা ওঁর বাবার পাশে দাঁড়িয়েছিল… সত্যিই আমি সারার জন্য প্রাউড ফিল করি ৷’’
আরএম-০৫/১৮/১২ (বিনোদন ডেস্ক)