নিজের বিয়ে নিয়ে নতুন করে বোমা ফাটালেন কোয়েল মল্লিক

নিজের বিয়ে নিয়ে

কোয়েল মল্লিক ভারতীয় বাংলা চলচ্চিত্রের মূল ধারার একজন জনপ্রিয় নায়িকা। অভিনেতা রঞ্জিত মল্লিকের এই কন্যা তার প্রথম ছবি থেকেই দর্শকের মন জয় করে নিয়েছেন। বহু জনপ্রিয় বাংলা ছবিতে তার অভিনয়ের পারদর্শীতা তাকে ভারত বিখ্যাত করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। বিয়ে হওয়ার সঙ্গে কেরিয়ারের কোনও বিরোধ নেই উল্লেখ করে কোয়েল বলেন, ‘বিয়ের সময়ও বলেছিলাম, এখনও বলব, র‌্যাদার একটা নাম নেব। বিয়ের পরে কাজ করতে এসে দারুণভাবে সফল এবং কিংবদন্তি, তিনি হলেন সুচিত্রা সেন। এর থেকে বড় উদাহরণ আর হয় না। প্রথম ছবি যখন করেছিলেন তখন মুনমুন মাসির জন্ম হয়ে গিয়েছে।’

নিজের বিরতি নিয়ে এই নায়িকা জানান, খুব কনশাসলি ব্রেক নিয়েছি, এমন নয়। ‘বেশ করেছি প্রেম করেছি’-এরপর নতুন স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু অপেক্ষাটা প্রায় দু’বছরের হয়ে যাবে, বুঝিনি।

এমন নয়, যে স্ক্রিপ্ট এসেছে সেগুলো খারাপ, কিন্তু সেই সব চরিত্রে অভিনয় করা আমার হয়ে গিয়েছিল। আমি নিজেকে রিপিট করতে চাইনি। আর আগেই বলেছি ক্যামেরা তেমন একটা মিস করিনি। তাই মনে হয়েছিল আবার যখন ক্যামেরার সামনে দাঁড়াব তখন একটা প্রতিশ্রুতি নিয়ে দাঁড়াব যে, কোয়েল এবার অন্যরকম কিছু ডেলিভার করবে।

উল্লেখ, কোয়েল এই বছর ‘ঘরে অ্যান্ড বাইরে’ মুক্তি পেয়েছে এবং ‘রক্ত রহস্য’র শুটিং শেষ হল।

আরএম-০৬/২৩/১২ (বিনোদন ডেস্ক)