অবন্তীর সঙ্গে নয় বছরের পরিচয়। প্রেম করছি সাত বছর ধরে। ও যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়া শুরু করে তখন থেকেই আমাদরে প্রেমের শুরু।
সে আমার বন্ধুর বোন। এখন তো আমার স্ত্রী। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা একসঙ্গে থাকব, এমন ভাবনা থেকে আমাদের সম্পর্কের শুরু হয়। আশা করি এ কথা অটুট থাকবে। প্রেমিকা ও স্ত্রী অবন্তী প্রসঙ্গে গণমাধ্যমকে এ কথা জানান চিত্রনায়ক সিয়াম।
১৬ই ডিসেম্বর অবন্তীকে বিয়ে করেছেন সিয়াম। তবে কাজের চাপে এখনো হানিমুনে যেতে পারেননি এ নবদম্পতি। তবে এরই মধ্যে স্ত্রীর একটা গোপন ইচ্ছা পূরণ করলেন তিনি। কৃতজ্ঞতাস্বরূপ সেই এয়ারওয়েজের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারকে ধন্যবাদও জানিয়েছেন তারা।
অবন্তীর অনেকদিনের স্বপ্ন, বিমানের ককপিটে পাইলটদের পাশে বসে আকাশ ভ্রমণ করবেন। তার সেই ইচ্ছাটা পূরণ করলেন সিয়াম। এক দিনের ঝটিকা সফরে ঢাকা থেকে কক্সবাজার চলে গেলেন। যাওয়ার পথে পুরো সময়টা ককপিটেই কাটিয়েছেন তারা। আর এতে দারুণ খুশি অবন্তী।
আরএম-০৩/২৫/১২ (বিনোদন ডেস্ক)