কে এ বছর ঢালিউডের সেরা নায়ক?

কে এ বছর

এ বছর শাকিব খান, ফেরদৌস,সাইমন, বাপ্পী, সিয়াম ও চঞ্চল চৌধুরী সহ আরও বেশ কয়েক জন নায়কের সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। দেখতে দেখতে হাসি-কান্নার মধ্যদিয়ে শেষ হতে চলছে ২০১৮ সাল।

এ বছর মুক্তি পেয়েছে দেশিও সিনেমাসহ যৌথপ্রযোজনা ও আমদানিকৃত মোট ৫৬টি চলচ্চিত্র। এবার প্রশ্ন আসে এই কয়েকজন নায়কের মধ্যে কে আছেন এগিয়ে? কে পাচ্ছেন সেরা নায়কের খেতাব।

বছর শেষে সেরা ও ব্যবসায় সফল সিনেমার হিসাব টেনে দেখা গিয়েছে ওন্য বছর গুলোর মতোই এবারো এগিয়ে আছে ঢাকাই চলচ্চিত্রের কিং খান খ্যাত নায়ক শাকিব খান।

ঢালিউডে প্রায় এক দশক ধরেই নিজের ভালো অবস্থান ধরে রেখেছেন শাকিব খান। এ বছর শাকিব অভিনীত ‘আমি নেতা হব’, ‌‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’, ‘সুপারহিরো’, ‘পাঙ্কু জামাই’, ‘ক্যাপ্টেন খান’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’- সিনেমাগুলো মুক্তি পেয়েছে। ছবি গুলো অনেক বড় পরিমাণের ব্যবসায়িক সফলতা না পেলেও মুখ থুবড়ে পড়েনি একটি ছবিও।

অন্য দিকে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবিতে অভিনয় করে লাইমলাইটে এসেছেন নায়ক সিয়াম আহমেদ।

আরএম-০১/২৭/১২ (বিনোদন ডেস্ক)