তারকা-কন্যা— আর, এই ২০১৯-এই পা রাখছেন বলিউডে। লিস্টিটা নেহাত ছোট নয়। চিনে নেওয়া যাক সদ্যযৌবনা সেই সুন্দরীদের।
অনন্যা পান্ডে। চাঙ্কি পান্ডের মেয়ে।
সুহানা খান। শাহরুখ খানের কন্যা।
খুশি কপূর। শ্রীদেবীর ছোট মেয়ে।
শানায়া কপূর। সঞ্জয় কপূরের মেয়ে।
তারা সুতারিয়া। তারকা সন্তান না হলেও তাঁর ডেব্যু নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে বলিউডে।
কৃষ্ণা শ্রফ। জ্যাকি শ্রফের মেয়ে।
ইরা খান। আমির খানের কন্যা।
জাহ্নবী মেহতা। জুহি চাওলার মেয়ে।
আলিয়া ফার্নিচারওয়ালা। পূজা বেদীর মেয়ে।
আলিজেহ অগ্নিহোত্রী। সালমান খানের পরিবারের কন্যে, ২০১৯-এই বলিউডে পা রাখছেন বলে খবর।
প্রানূতন বহল। মনীশ বহলের মেয়ে।
আরএম-১২/০২/০১ (বিনোদন ডেস্ক)