অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার সোমলতা

অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার গায়িকা সোমলতা৷ শুক্রবার ধূপগুড়ির একটি স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিল্পী৷ অভিযোগ, ওই স্কুলেরই শিক্ষক অর্ণব সাহা সোমলতাকে মত্ত অবস্থায় মঞ্চে উঠে হেনস্থা করে৷ বাধ্য হয়ে পুলিসের সঙ্গে যোগাযোগ করেন গায়িকা৷ পুলিস ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে৷ ফেসবুক লাইভে অনুষ্ঠানের অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানান গায়িকা৷ ঘটনার সমালোচনায় সরব নেটিজেনরা৷

শুক্রবার ধূপগুড়ির কালীরহাটের দেওয়ানচন্দ্র হাইস্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান ছিল৷ ওই স্কুলেই নিজের ব্যান্ডের সদস্যদের সঙ্গে গান গাইতে গিয়েছিলেন সোমলতা৷ অভিযোগ, ওই স্কুলেরই শিক্ষক অর্ণব সাহা মদ্যপ অবস্থায় মঞ্চে উঠে সোমলতাকে বিরক্ত করেন। সাংবাদিক পরিচয় দিয়ে ওই শিক্ষক ছাত্রছাত্রীদের উসকাচ্ছিলেন। সোমলতার গান ঠিকমতো শোনা যাচ্ছে না বলে শ্রোতাদের খেপিয়ে তোলার চেষ্টা করছিলেন। পুরো ঘটনাটা ঘটছিল অনুষ্ঠান দেখতে আসা প্রায় ১৫ হাজার শ্রোতাদের সামনে।

যেখানে ছিলেন স্কুলের ছোট ছোট ছাত্র–ছাত্রীরাও। শুধু গায়িকাই নন, হেনস্থা করা হয় তাঁর দলে থাকা অন্যান্য শিল্পীদেরও৷ পরিস্থিতি বেগতিক বুঝে পুলিসের সঙ্গে যোগাযোগ করেন গায়িকা৷

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই শিক্ষকের লোকজন তাদের উপর হামলা করে বলে অভিযোগ৷ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ৷ পরে যদিও উত্তরবঙ্গ জেলা পুলিসের উদ্যোগে কোনওক্রমে ওই স্কুল থেকে হোটেলে পৌঁছান গায়িকা৷ এমনকী পুলিশ তাঁদের বিমানবন্দরেও পৌঁছে দেয়৷

শিক্ষকের এমন আচরণে রীতিমতো বিরক্ত হয়েছেন গায়িকা৷ ফেসবুক লাইভে এই মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানান সোমলতা। গায়িকার অভিযোগ, তাঁর ব্যান্ডের অন্যান্য সদস্যদের আটকে রেখে আরও অনেকভাবে হেনস্থার পরিকল্পনা ছিল ওই শিক্ষকের। এমনকি সোমলতাকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক বলেছেন, সোমলতার এত অভিযোগ থাকলে পুলিসে কেন জানালেন না তিনি?‌

এসএইচ-০৪/০৭/১৯ (বিনোদন ডেস্ক, তথ্য সূত্র : আজকাল)