গাড়ি প্রস্তুত ছিল, আমি শুধু ‘স্টার্ট’ দিব: মালেক আফসারী

গাড়ি প্রস্তুত ছিল

‘সত্যিকথা বলতে সবকিছুই গোছানো ছিল। নায়ক-নায়িকা থেকে শুরু করে শ্যুটিং ইউনিট ও তারিখ, সবকিছুই বরাদ্দ। এককথায় গাড়ি প্রস্তুত ছিল, আমি শুধু ‘স্টার্ট’ দিব।’ নিজের নির্মিতব্য ছবি সম্পর্কে জানতে চাইলে এভাবেই বাংলাদেশ প্রতিদিনের কাছে অভিব্যক্তি প্রকাশ করেন পরিচালক মালেক আফসারী। ছবির নাম ঠিক করেছেন টাইগার। আর এতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান ও বুবলী।

তাই জানতে চাইলাম শাকিব-বুবলীর রসায়নকে পূঁজি করেই ছবিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন? উত্তরে মালেক আফসারী বলেন, ‘না না। আসলে সেরকম কোনো ঘটনা নয়। তাহলে একটু পরিষ্কার করেই বলা যাক। প্রযোজক ইকবাল সাহেব (মোহাম্মদ ইকবাল) পরিকল্পনা করেছেন এ বছর ৫টি ছবি তৈরি করবেন। প্রথমটি হল ‘বীর’, যেটা পরিচালনার কথা রয়েছে কাজী হায়াতের। এতেও অভিনয়ের কথা রয়েছে শাকিব-বুবলীর। ইকবাল ভাইয়ের দ্বিতীয় নির্মিতব্য প্রজেক্টটি আমার করার কথা। কিন্তু কাজী হায়াৎ ভাই অসুস্থ হয়ে পড়ায় ‘বীর’ ছবির শ্যুটিং আপাতত শুরু হচ্ছে না। এদিকে, ‘বীর’র জন্য নায়ক-নায়িকা থেকে শুরু করে শ্যুটিংয়ের অন্যান্য ইস্যু ও গোটা ইউনিট বরাদ্দ ছিল। যদি দ্রুত শুটিং শুরু না হয় তাহলে বিশাল অঙ্কের ক্ষতির সম্মুখীন হতে হবে প্রযোজক সাহেবকে। তাই বীরের জন্য প্রায় প্রস্তুত সেই ইউনিটকে কাজে লাগিয়ে নতুন আরেকটি ছবির কাজ শুরু করতে যাচ্ছি।’

মুখের কথা শেষ না হতেই প্রশ্ন ছোড়া হল, তাহলে কী আর ‘বীর’ হবে না? এবার মালেক আফসারী বলেন, ‘না না। সেটা কেন? হায়াৎ ভাই সুস্থ হয়ে ফেরামাত্রই বীরেরও শ্যুটিং শুরু হবে। ওই যে বললাম, ইকবাল ভাইয়ের ৫টি প্রজেক্ট রয়েছে এ বছরের জন্য। শুধু সময়ের প্রয়োজনে আমি শুরু করে দিলাম।’

এছাড়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শ্যুটিং শুরু হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘শাকিব খান-বুবলী ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করবেন সম্রাট ও অস্ট্রেলিয়া প্রবাসী এক অভিনেত্রী। আর খল চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, শিবা শানু প্রমুখ। ইতিমধ্যে ‘টাইগার’র জন্য গল্প তৈরি হচ্ছে। খোঁজা হচ্ছে শ্যুটিংয়ের লোকেশন।’

আরএম-১২/১১/০১ (বিনোদন ডেস্ক)