ভিড়ের মাঝেও একাকী আশা ভোঁসলে

বেশ বড় একটা বসার ঘর৷ সোফায় বসে আশা ভোঁসলে৷ পাশে রয়েছেন তাঁর ‘গুড কম্পানি’৷ অথচ চোখে মুখে হতাশা আশার৷ কারণ কারও কথা বলার সময় বা ইচ্ছে কোনওটাই নেই৷ আশা ভোঁসলে ছাড়া প্রত্যেকেই ব্যস্ত ফোনে৷

নিজের ট্যুইটার হ্যান্ডে তিনি একটি ছবি শেয়ার করেছেন৷ যেখানে তিনি মধ্যমণি হলেও তাঁর সহকর্মীরা সকলে ব্যস্ত ফোনে৷ স্মার্টফোন হাতে থাকলেই যা হয়, একনাগাড়ে ফোন ঘেঁটে চলেছে সকলেই৷

ক্যাপশনে তিনি লিখেছেন, “বাগডোগরা থেকে কলকাতা৷ এত সুন্দর সঙ্গ, তাও কথা বলার লোক নেই৷ অ্যালেকজান্ডার গ্রাহাম বেলকে অসংখ্য ধন্যবাদ৷”

অ্যালেকডান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন৷ আজকে সঙ্গে লোকজন থেকেও কথা বলার লোক না পেয়ে তাঁকেই ধন্যবাদ জানিয়েছেন কিংবদন্তী শিল্পী৷ খানিক ব্যঙ্গ করেই৷ ছবিতে আশা ভোঁসলের সঙ্গে দেখা যাচ্ছে চৈতন্য ভোঁসলে এবং সুদেশ ভোঁসলেকে৷

তাঁর এই ট্যুইটে অনেকেই লিখেছেন, সামনে আশা ভোঁসলের মতো প্রবাদপ্রতীম শিল্পী বসে থাকতে অন্য কিছুর দিকে মন যায় কীকরে৷ ফোন বের করার সাহসও থাকা উচিত নয়৷ এমন শিল্পীকে চোখের সামনে দেখা মানেই স্বপ্নপূরণ হওয়া৷

এসএইচ-১৬/১৪/১৯ (বিনোদন ডেস্ক)