ববিতার ওপর যে কারণে ভীষণ ক্ষেপেছেন এমপি ফারুক

ববিতার ওপর যে

ববিতার উপর ভীষণ ক্ষেপেছেন নায়ক ফারুক। অনেকদিন ধরেই মনের মধ্যে ক্ষোভটা জমিয়ে রেখেছিলেন। অবশেষে আমজাদ হোসেনের স্মরণ সভায় সেটা প্রকাশ করলেন।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ছিল প্রয়াত চলচ্চিত্রকার ও সাহিত্যিক আমজাদ হোসেনের স্মরণসভা।

গুণী অভিনেত্রী ববিতার একটি কথায় নাকি ভীষণ আঘাত পেয়েছেন নায়ক ফারুক। এ নিয়ে তিনি আক্ষেপ করে বলেন, ‘ববিতার মতো অভিনেত্রী কী করে এমন কথা বলতে পারেন, তা ভেবে আমি হতাশ হয়ে পড়েছি। ’

তিনি যোগ করেন,‘ গুণী নায়িকা ববিতা। সেখানে কারো কোন প্রশ্ন নেই। কিন্তু একটা পত্রিকায় দেখলাম তিনি বলেছেন, তাঁর জীবনে অভিনয় ও চরিত্রের দিক থেকে সেরা ছবি নাকি সত্যজিৎ রায়ের “অশনি সংকেত’’। এ কথাটি আমি মানতে পারলাম না। আমাকে ভীষণ আঘাত দিয়েছে।

একটি টক শোতে আমি বলেছিলাম, ববিতার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র আমজাদ হোসেন পরিচালিত “গোলাপী এখন ট্রেনে’’। সেটা আমার চলচ্চিত্রজ্ঞানই বলেছে। ছবির “একটা কিছু ক গোলাপী’’ সারাদেশে জনপ্রিয় হয়েছিল। ছবিতে থাপ্পড় খেয়ে চুপ করে থাকে গোলাপী। এই চুপ করে থাকার একটি অর্থ ছিল। সেটা হচ্ছে, নিরীহ মানুষের মার খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না।’’

ববিতার উদ্দেশে ফারুক সত্য বলার আহ্বান জানান, ‘ববিতা কি এসব বোঝেন না? তিনি হয়তো নিজের ‘গোলাপী এখন ট্রেনে’ ছবিটা দেখেননি ভালো করে। দুঃখ লাগে, যখন কেউ সত্য কথা বলতে চায় না। ববিতার কাছে আমি এটা আশা করিনি।’

আরএম-০৩/১৫/০১ (বিনোদন ডেস্ক)