নিজের সঙ্গে হওয়া যৌন হেনস্তার ঘটনা জানালেন এ অভিনেত্রী

নিজের সঙ্গে হওয়া

বলিউডে মিটু আন্দোলনের শুরুটা করে মার্কিনমুলুকে পাড়ি জমিয়েছেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত।

তবে থেমে নেই তার হ্যাশট্যাগ মিটু। এবার সেই ধারাবাহিকতায় যৌন হেনস্তা নিয়ে মুখলেন ‘ভিরে দি ওয়েডিং’ অভিনেত্রী স্বরা ভাস্কর।

ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের দ্বারা তিনি যৌন হেনস্তার শিকার বলে অভিযোগ করেছেন স্বরা।

তবে এর আগের সব অভিযোগকারীর চেয়ে তার অভিযোগটি কিছুটা ভিন্নতর।

কেননা তিনি যে এমন হেনস্তার কবলে পড়েছেন, সেটি নাকি টেরই পাননি প্রথম ৬-৭ বছর।

ব্যাখ্যায় তিনি জানান, তাকে ওই পরিচালক কোনোরকম স্পর্শই করতে পারেননি। তবে এ কেমন যৌন হেনস্তা!

সেই প্রশ্নে স্বরা বলেন, বিষয়টি বুঝতে আমার ৬-৭ বছর সময় লেগে গিয়েছিল। বলিউডে গত বছর থেকে যেসব যৌন হেনস্তার ঘটনা শুনছি, সেখান থেকেই বিষয়টি আমি প্রথম অনুভব করি।

আমি তখন ভাবলাম, গত তিন বছর আগে আমার সঙ্গে যে ঘটনা ঘটেছিল, সেটিও তা হলে একরকম যৌন হেনস্তাই। শুধু তিনি নন, অনেক নারীই নাকি এ ধরনের আচরণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না বলে মত দেন এ অভিনেত্রী।

সেই সময় পুরুষদের এসব আচরণ থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টায় থাকেন নারীরা।

তিনি বলেন, আমাদের দেশের সংস্কৃতির মধ্যেই নারীদের এসব বিষয়ে চুপ করে সহ্য করার নিয়মটা মিশে আছে। এ সংস্কৃতি থেকে বের হতে পারলেই যৌন হেনস্তার মতো ঘটনা আগে থেকেই নারীরা টের পাবে বলে বিশ্বাস করেন স্বরা ভাস্বর।

প্রসঙ্গত, #মিটু ঝড়ে আপাতত কুপোকাত বলিউড

গেল বছর মুম্বাই এসেই বিস্ফোরণ ঘটিয়েছিলেন সাবেক মিস ইন্ডিয়া ও বলি তারকা তনুশ্রী দত্ত

সে বিস্ফোরণে পুড়ে ছাই হয়েছেন বহু বলি পরিচালক ও বর্ষীয়ান অভিনেতা।

যৌন হেনস্তার অভিযোগের শুরুটা হয় বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকারকে দিয়ে।

এর পর তনুশ্রীর দেখাদেখি মুখ খোলেন অনেক বলি সেলিব্রেটিও। অভিযোগের কাতারে দাঁড়াতে হয় বিগবি অমিতাভ বচ্চনকেও।

অভিযোগ ওঠে গীতিকার আন্নু মালিক, পরিচালক সাজিদ খান, রজত কাপুর, বিকাশ বেহল, কৈলাস খের, বিবেক অগ্নিহোত্রীসহ অনেকের ওপর।

সম্প্রতি সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের প্রভাবশালী পরিচালক রাজকুমার হিরানি।

আরএম-১২/২০/০১ (বিনোদন ডেস্ক)