ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ, ঘরে ফিরলেন ‘ঘরের ছেলে’

ভুল বুঝতে পেরে

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক বাপ্পী চৌধুরীর। প্রতিষ্ঠানটির হাত ধরে জনপ্রিয়তাও পান তিনি। কিন্তু একটা সময় যাওয়ার পর যৌথ প্রযোজনার চলচ্চিত্রের নীতিমালার ইস্যুতে এই নায়কের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় প্রতিষ্ঠানটির। তৈরি হয় ভুল বোঝাবুঝি। তবে এখন বাপ্পী মনে করছেন, পুরো বিষয়টি ভুল ছিল। এ নিয়ে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

নায়ক বাপ্পী চৌধুরী ফেসবুকে পোস্ট দেওয়ার পর জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘বাপ্পী আমার ঘরের ছেলে। আমি যা ধারণা করেছি, তাই হয়েছে। ঘরে ছেলে ঘরে ফিরেছে।’

১৮ জানুয়ারি রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া ওই স্ট্যটাসে বাপ্পী চৌধুরী তার বর্তমান অবস্থান তুলে ধরেছেন।

ওই পোস্টে বাপ্পী লিখেছেন, ‘দেশে সিনেমা নির্মাণ কমে এসেছে প্রায় শূণ্যের কোঠায়। প্রযোজকরা এখন ভয়ে ইনভেস্ট (বিনিয়োগ) করছে না। এফডিসিতে নাকি সিনেমা বানানোর পরিবেশ নেই, সেখানে এখন একে অপরে পেছনে লেগে থাকে এমন মন্তব্য তাদের। অথচ ২০১৭ সালে রমজানের ঈদ ‘‘নবাব’’ ও ‘‘বস-২’’ সিনেমা মুক্তির আগে চলচ্চিত্র পরিবার থেকে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে আমিও যোগ দিয়েছিলাম।’

এক সময় যৌথ প্রযোজনার বিরুদ্ধে যোগ দিয়ে আন্দোলনে অংশ নেওয়ার কথা উল্লেখ করে বাপ্পী ফেসবুকে লিখেন, ‘যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা বন্ধ হলে, আমাদের দেশের শিল্পীদের কাজ বৃদ্ধি পাবে, ঘুরে দাঁড়াবে আমাদের চলচ্চিত্র, সমৃদ্ধ হবে বাংলাদেশের চলচ্চিত্র। দেশের সিনেমার উন্নয়ন হবে এ কথা ভেবে যোগ দিয়েছিলাম আন্দোলনে, বিপক্ষে দাঁড়িয়েছিলাম যৌথ প্রযোজনার বিরুদ্ধে। আমি আজ বাপ্পি চৌধুরী যে মানুষটির জন্য আমি আজ নায়ক সেই আজিজ ভাইয়ের সাথে ঝগড়াও করেছি।’

‘দেশের সিনেমার উন্নয়ন হোক এটা আজিজ ভাই সবসময় চেয়েছেন। সিনেমা ডিজিটালাইজেশনের পথ বদলে দিয়েছেন। স্যরি আজিজ ভাই, আপনাকে ভুল বুঝার জন্য।’

এ বিষয়ে আবদুল আজিজ বলেন, ‘বাপ্পীর ওপর আমার কোনো ক্ষোভ ছিল না। সে তার ভুল বুঝতে পেরেছে, এতেই আমি খুশি। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে বলতে পারেন। চলচ্চিত্রকে ভালোবেসে অন্য ব্যবসা থেকে এই সেক্টরে বিনিয়োগ করতে এসেছি। অনেকের সহযোগিতা আর ভালোবাসা যেমন পেয়েছি, তেমনি অসহযোগিতা ও আক্রোশের শিকারও হয়েছি।’

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ছয় বছর আগে ‘ভালোবাসার রং’ চলচ্চিত্র দিয়ে নায়ক হিসেবে বাপ্পীর অভিষেক ঘটে। প্রথম সিনেমা দিয়েই নায়ক হিসেবে বাজিমাত করেন। ২০১৫ সালের পর থেকে এই প্রতিষ্ঠানের আর কোনো ছবিতে দেখা যায়নি এই নায়ককে।

আরএম-১৯/২০/০১ (বিনোদন ডেস্ক, তথ্যসূত্র: প্রিয়.কম)