কেমন আছেন ভারতীয় বহুল আলোচিত সমালোচিত নায়িকা শ্রীলেখা। জেনে নিন তার বর্তমান সময় কাটছে কিভাবে।
ইন্ডাস্ট্রিতে দু-দশকেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন শ্রীলেখা মিত্র। আজও তার জনপ্রিয়তা অটুট রয়েছে।
সেলফিতে মগ্ন শ্রীলেখা।
পিৎজা খাওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন।
ঘনকালো চুলের বন্যা আগের মতই আছে শ্রীলেখার।
অবসর মুহূর্ত পার করছেন।
তার সৌন্দর্য আজও অটুট।
গোলপি পোশাকে নয়নমুগ্ধ করা রূপ।
প্রিয় পোষা কুকুরের সঙ্গে অসবর কাটান।
পশ্চিমী পোশাকেও তিনি সমান সাবলীল।
একান্ত আনমনে শ্রীলেখা।
প্রিয় লেখক রাস্কিন বন্ডের বই হাতে।
নীল সালোয়ারে তিনি সমান সুন্দর।
দুই দশক পেরিয়েও তিনি সমান জনপ্রিয়।
আরএম-২০/০২/০২ (বিনোদন ডেস্ক)