সালমান ইউসুফের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের হল একটি ডান্স রিয়্যালিটি শো-এর বিজেতা সালমান ইউসুফ খানের বিরুদ্ধে৷ ৩০ জানুয়ারি মুম্বাইয়ের ওশিয়াড়া পুলিশ স্টেশনে এক মহিলা অভিযোগ করে জানায়, তাকে বিভিন্ন অনুষ্ঠানে শ্লীলতাহানি করেছে সলমন৷

ডেকান ক্রনিকল-এ প্রকাশিত খবর অনুযায়ী, ওই মহিলা নিজেও ডান্সার৷ তাঁর অভিযোগ, দুটি পৃথক অনুষ্ঠানে মহিলা এবং তাঁর ভইয়ের সঙ্গে আপত্তিজনক ব্যবহার করেছেন সালমান৷

সালমানের ম্যানেজার গত বছর অগস্টে তাঁর সঙ্গে যোগাযোগ করেন যখন তিনি লন্ডনে একটি নাচের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন৷ লন্ড থেকে ফিরে সলমনের সঙ্গে আন্ধেরির একটি কফিশপে দেখা করেন তিনি৷ তখনই দুবাইয়ে তাঁর পারফর্ম করার প্রস্তাব দেন সালমান৷

দুবাইয়ের অনুষ্ঠানেই মহিলার সঙ্গে সলমন অভব্য আচরণ করেন প্রথম, অভিযোগপত্রে এমনই জানিয়েছেন মহিলা. তাঁকে বারবার স্পর্শও করেন সালমান৷

এরপরদুবাইয়ে একটি স্তান থেকে অন্যস্থানে যাওয়ার সময় গাড়ির মদ্যেও এই ধরণের আচরমের শিকার হন মহিলা৷ মুম্বাইয়ে ফিরে এসে তিনি এফআইআর দায়ের করেন৷ সালমান ইউসুফ খানের পক্ষ তেকে এখনও কোনও বক্তব্য জানা যায়নি৷

এসএইচ-২০/০৪/১৯ (বিনোদন ডেস্ক)